Grammar

Cards (4)

  • Grammar:is a method to learn how to read,write and speak in a language
  • ব্যাকরণ:কোনো ভাষাকে শুদ্ধভাবে পড়তে, লিখতেবলতে শেখার নিয়মকে ব্যাকরণ বলে।
  • ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি।
    ভাষার বৃহত্তম একক হলো বাক্য।
    • মানুষের বাগযন্ত্র থেকে নির্গত আওয়াজকে ধ্বনি বলে।
    • ধ্বনি:বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে।যেমন:অ,আ,ক,খ,গ ইত্যাদি।
    • ধ্বনি বিমূর্ত,তাকে চোখে দেখা যায়না।
    • ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে।
    • যে ধ্বনি উচ্চারণে বাগযন্ত্র বাধাপ্রাপ্ত হয়না এবং অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে।যেমন:অ,আ,ই,ঈ ইত্যাদি।
    • যে ধ্বনি উচ্চারণে বাগযন্ত্র বাধাপ্রাপ্ত হয় এবং স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয় তাকে ব্যঞ্জনধ্বনি বলে।
    • ঐ, হল যৌগিক স্বরধ্বনি।