মহামারি

Cards (5)

  • Cholera: is an infectious disease and often called fatal bacterial disease of the small intestine, typically contracted from infected water supplies and causing severe vomiting and diarrhoea.The bacteria is called Vibrio cholarahae.
  • কলেরা :-
    জীবাণু:Vibrio cholarahae
    বিস্তার:১)কলেরা প্রধানত মাছির সাহায্যে ছড়ায়
    ২)কলেরা রোগে মল-মূত্রে,বমিতে যখন মাছিরা বসে তখন রোগজীবাণু মাছির ডানায়-পায়ে আটকে যায়
    ৩) রোগজীবাণু বহনকারী মাছি যখন আঢাকা খাবার,কাটা ফল ইত্যাদিতে বসে তখন খাবারের সঙ্গে রোগজীবাণু মিশে যায়।এই খাবার খেলে কলেরা রোগ সৃষ্টি হয়।
    ৪)দূষিত জল,অস্বাস্থ্যকর পয়ঃপ্রণালী থেকেও এই রোগ সংক্রমিত হতে পারে।
  • কলেরা:
    লক্ষণ:১) বারেবারে পাতলা জলের মতো মলত্যাগ।
    ২)মলের রং চালধোয়া জলের মতো।
    ৩)বমি।
    ৪)হাতে পায়ে সূচ ফোটানোর মতো অনুভূতি।
    প্রতিকার:১)জল পান করে শরীর থেকে বেরিয়ে যাওয়া জলের ঘাটতি পূরণ।
    ২)ORS পান করানো।
    ৩) বিশুদ্ধ জল ফোটানো ও পান করা।
    ৪) সহজপাচ্য খাদ্য গ্রহন।
    ৫) চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন।
  • Dengue fever: A viral infection transmitted by mosquitoes that causes flu-like symptoms such as high temperature, headache, muscle pain, joint pains, nausea, swollen glands, rash, and bleeding problems (e.g., nosebleeds). It can be life threatening if not treated promptly.
  • ম্যালেরিয়া:
    বাহক:মশা(Anopheles sp.)
    জীবাণু:১)বিনাইন টার্শিয়ান ম্যালেরিয়া(Plasmodium Vivax)
    ২)ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া(Plasmodium falciparum)
    ৩)কোয়ার্টান ম্যালেরিয়া(Plasmodium Malarie)
    ৪)ওভেল টার্শিয়ান ম্যালেরিয়া(Plasmodium Ovale)
    লক্ষণ:১) রোগে আক্রান্ত ব্যক্তির কাঁপুনি দিয়ে জ্বর আসে।
    ২)জ্বরের তীব্রতায় দেহের তাপমাত্রা 105°-106°F পর্যন্ত ওঠে।
    ৩) জ্বর ছাড়ার সময় প্রচুর ঘাম হয় ও অস্বস্তিকর ঠান্ডার অনুভূতি হয়।
    ৪)মাথা ও পিঠসহ দেহের সর্বত্র ব্যথা অনুভূত হয়।
    ৫) প্লীহাযকৃৎ আয়তনে বড় হয়ে যায়।
    ৬)গা বমি বমি করে ও অনেক ক্ষেত্রে বমি হয়।
    ৭)রক্তাল্পতা দেখা যায়।