বিশ্বগ্রাম এর কারনে প্রযুক্তির অগ্রযাত্রায় পৃথিবী ছোট হয়ে এসেছে।
বিশ্বগ্রাম হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ। যেখানে দূরবর্তী স্থানে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করার সুবিধা পায় এবং একে অপরকে সেবা প্রদান করে থাকে।
MacMillan Dictionary অনুযায়ী বিশ্বগ্রাম হচ্ছে - ''একটি আধুনিক দুনিয়া যেখানে সব দেশসমুহ একটি অপরটির উপর নির্ভরশীল এবং আধুনিক যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থার মাধ্যমে খুব বেশি কাছাকাছি মনে হয়।"
১৯৬২ সালে Canadianদার্শনিক ও লেখকHerbertMarshallMcLuhan প্রকাশিত বই ''TheGutenbergGalaxy''-এ বিশ্বগ্রাম শব্দটি তুলে ধরেন।
বিশ্বগ্রাম এর উপাদান ৫ টি। যথাঃ
Hardware
Software
Data
Connectivity
Capacity (মানুষের জ্ঞান বা সক্ষমতা)
বিশ্বগ্রাম হচ্ছে ইন্টারনেটব্যবস্থা।
ইন্টারনেটই বিশ্বগ্রামের মেরুদণ্ড।
Hardware: যে সকল যন্ত্রপাতি স্পর্শ করা যায় ও অনুভব করা যায়।
Hardware বলতে এখানে কম্পিউটার আর একসাথে যন্ত্রপাতি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাথে সম্পৃক্ত নানা ডিভাইসকে বোঝায়।
Software: এমন একটি সুক্ষ জিনিস যা শুধুমাত্র অনুভব করা যায় কিন্তু স্পর্শ করা যায় না।
Software বলতে বিভিন্ন ধরণের Operating System, Browsing System etc কে বোঝায়।
ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের জন্য উপাদান ৩টি।
RealityEngine/Simulator
Input-OutputDevice
User (ব্যবহারকারী)
Input-Output device can be divided into 4 parts.
Head Mounted Display
DataGloves
Body Suit
Audio Device
Capacity (মানুষের জ্ঞান বা সক্ষমতা): যে কোন বিষয়ে জ্ঞান আহরণ বা বিতরণের জন্য এই প্রযুক্তিতে মানুষের জ্ঞান বা সক্ষমতা অত্যাবশ্যক।
Data: অগোছালো বা এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু তথ্য বা Information.
Data কে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং করে ব্যবহারযোগ্য তথ্য বা Information এ পরিণত করা হয়।
Connectivity: যে মাধ্যম দিয়ে নিরাপদভাবে Resource Share করে ইন্টারনেটের সংযুক্ততার মধ্য দিয়ে বিভিন্ন উপাত্ত ও তথ্য প্রতিটি মানুষের নিকট পোঁছে দিতে পারে।
Virtual Reality হল সফটওয়্যার নির্মিত একটি কাল্পনিক পরিবেশ, যা ব্যবহারকারীর কাছে বাস্তব জগৎ হিসাবে বিবেচিত হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞানের ক্ষেত্রসমুহঃ
বুদ্ধিবৃত্তিক বিজ্ঞান (Cognitive Science)
Robotics
NaturalInterfaces
Robotics can be divided into 5 things.
Visual Perception
Tactility
Dexterity
Locomotion
Navigation
Natural Interfaces can be divided into 4 things.
Natural Languages
Speech Recognition
Virtual Reality
Multisensory Interfaces
Cognitive Science can be divided into 6 things.
ExpertSystems
LearningSystems
Fuzzy Logic
Neutral Network
Genetic Algorithm
Intelligent Agent
কৃত্রিম বুদ্ধিমত্তার জনক ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ Alan Mathison Turing বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরণের প্রোগ্রামিং ভাষা, যেমন: LISP, CLISP, PROLOG, C/C++, JAVA etc ব্যবহার করা হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার বিজ্ঞানের এমন একটি শাখা, যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়ে থাকে।
মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
কৃত্রিম বুদ্ধিমত্তা = Artificial Intelligence
A general robot has 6 parts.
Processor
PowerSystem
ElectricCircuit
Sensor
MovableBody
Actuator
Expert System:
কম্পিউটার নিয়ন্ত্রিত এমন একটি সিস্টেম যা মানুষের চিন্তা ভাবনা করার দক্ষতা সমস্যা সমাধানের সক্ষমতাকে একত্রে ধারণ করে।
মানব মস্তিষ্কের মত পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে সর্বোচ্চ সাফল্য লাভের উদ্দেশ্যে সিদ্ধান্ত নিতে পারে।
তথ্য ভাণ্ডার দিয়ে সমৃদ্ধ থাকে, যাকে Knowledge Base বলে।
যে কোন নির্দিষ্ট বিষয়ের উপর প্রশ্ন করে উত্তর জেনে নেওয়া যায়।
Processor: রোবটের মূল অংশ যেখানে রোবটকে কেন্দ্রিয়ভাবে নিয়ন্ত্রণ করার একটি প্রোগ্রাম সংরক্ষিত থাকে।
Processor রোবটের সকল কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে।
Power System: Lead Acid Battery দিয়ে Robot এর Power দেওয়া হয়, যা Rechargeable।
Electric Circuit: Robot এর Hydrolik ও Newmetric System কে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
Actuator: Robot এর অঙ্গ-প্রত্যঙ্গের নড়াচড়া করার জন্য বৈদ্যুতিক মটরের সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থা হল Actuator।
Sensor: Robot এর Input যন্ত্র Sensor। যার মাধ্যমে পরিবেশথেকেইনপুট নেয়।
Moveable Body: Robot এ চাকা, যান্ত্রিক পা বা স্থানান্তর করা যায় এমন যন্ত্রপাতি।