সংঘাত শিলা: প্রাথমিক শিলা ও অন্যান্য শিলা হিমবাহ,বায়ু, নদী ইত্যাদি প্রাকৃতিক শক্তির ঘাত-প্রতিঘাতে শিলাচূর্ণে পরিণত হয়। পরবর্তীকালে এগুলো বায়ু, নদী,সমুদ্রতরঙ্গ ইত্যাদির দ্বারা অপসারিত হয়ে সমুদ্র, নদী বা হ্রদের তলদেশে পলিরূপে স্তরে স্তরে সঞ্চিত হয়। কালক্রমে ওপরের জল ও পলির চাপে এবং ভূঅভ্যন্তরের তাপে নীচ থেকে এগুলো জমাট বেঁধে যে শিলা গঠন করে তাকে সংঘাত পাললিক শিলা বলে।যেমন:কংগ্লোমারেট।